[১] ইউরোপের শিশু-কিশোরদের মধ্যে মানসিক স্বাস্থ্য সমস্যা বাড়ছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আমাদের সময় প্রকাশিত: ২০ মে ২০২০, ১৬:০৪

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে বলা হয়, ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ইউরোপের চার কিশোর-কিশোরীর মধ্যে এক জন মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে। হু জানায়, ইউরোপের এক তৃতীয়াংশ দেশগুলোর কিশোর-কিশোরীরা স্কুল থেকে দেয়া বাড়ির কাজের চাপে ভুগছে। গবেষকরা ১১ থেকে ১৫ বছর বয়সী ২২ হাজার স্কুল শিক্ষার্থীর ওপর এই গবেষণা চালান।

গবেষণায় বলা হয়, শিশুদের সুস্থ মানসিক বৃদ্ধি স্বাভাবিকের চেয়ে ব্যহত হচ্ছে। বিশেষ করে এতে ক্ষতিগ্রস্ত হয়েছে মেয়ে শিশুরা। চার জনের মধ্যে একজন শিশু ঘুমের সমস্যা, হতাশা ও বিরক্তিতে ভুগছে। গবেষকরা আরো দেখছেন, নিম্ন আয়ের ইউরোপের দেশগুলোর কিশোর-কিশোরীরা অন্যদের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

হু এর আঞ্চলিক নির্বাহী হানস ক্লুগ বলেন, ‘স্কুলের চাপ, সাইবার বুলিংয়ের কারণে শিশুদের মানসিক বিকাশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভবিষ্যত প্রজন্মের এই ক্ষতি আমাদের সকলের জন্য উদ্বেগের।’ তবে ২০১৪ (৩৮ শতাংশ) সালের চেয়ে ২০১৮ (৩৫ শতাংশ) সালে শিশু-কিশোরদের ধূমপান ও অ্যালকোহল গ্রহণের মাত্রা কমেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us